কলারোয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উত্তরণ’র উদ্যোগে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সোনাবাড়িয়া ইউনিয়নে তিগ্রস্ত এক’শ পরিবারে মাঝে এগুলো বিতরণ করা হয়। বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উত্তরণের কলারোয়া ব্রাঞ্চের ম্যানেজার রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রকল্পের এসসিও শহিদুল ইসলাম, কলারোয়া পৌর প্রেসকাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ। অপরদিকে সাতক্ষীরা কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ চত্ত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম।