যশোর টাউন হল মাঠের অবৈধ শীত কাপড়ের দোকান উচ্ছেদ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর টাউন হল মাঠে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অবৈধ পুরনো কাপড়ের দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ জনকে জরিমানা করা হয়েছে। পেশকার শেখ জালাল উদ্দীন জানান, টাউন হল মাঠের উত্তর পাশে খাট বসিয়ে বেশ কয়েকটি অবৈধ পুরনো কাপড়ের (শীতের কাপড়) দোকান করা হয়। মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান ও তাহমিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাদের মালামাল দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। তিনি আরো বলেন, অভিযানে ৩ জন ব্যবসায়ীকে অবৈধ দোকান বসানোর অপরাধে ২শ’ টাকা করে মোট ৬শ’ টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীরা হচ্ছেন, আব্দুল মান্নান, আতিকুর রহমান ও বাবুল হোসেন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পুলিশ সদস্যরা। এদিকে কয়েকজন ব্যবসায়ী জানান, তারা যশোর ইনসটিটিউট কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে অস্থায়ী দোকান বসিয়েছিলেন। এসব দোকানে তারা শীতের পুরনো কাপড় বিক্রি করেন।