নোবেলকে বিয়ে করছেন পূর্ণিমা!

0

লোকসমাজ ডেস্ক॥ একসময়ের হার্টথ্রব ছিলেন তিনি। বহু পুরুষের হৃদয়ে ঝড় তোলা নায়িকা পূর্ণিমা। অন্যদিকে মডেল ও অভিনেতা নোবেল। জনপ্রিয় এই দুই তারকা নাকি বিয়ে করছেন। এমন একটি খবর ইতোমধ্যে চাউর হয়ে গেছে। আসলে ঘটনাটা কি। খোঁজ নিয়ে জানা গেছে যা তা শুনলে হোচট খেতে হবে পাঠককে।
হ্যাঁ বিয়ে করছেন তারা ঠিকই তবে তা টিভি পর্দায়। সম্প্রতি ‘মেঘ বলেছে যাব’ শিরোনামের একটি নাটকের কাজ শুরু করেছেন পূর্ণিমা। এই নাটকে প্রথমবার নোবেলের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।
জানা গেছে, ‘মেঘ বলেছে যাব’ নাটকটি রচনা করছেন মেহরাব জাহিদ। এটি পরিচালনা করছেন শেখ সেলিম। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলতি মাসের শেষ প্রান্তে নাটকের শুটিং হবে। যেখানে নোবেলকে বিয়ে করে তার বউ হবেন পূর্ণিমা।
পরিচালক জানিয়েছেন, নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমা এবং নোবেলকে। আগামী ঈদের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন শেখ সেলিম।
এদিকে ওমরা হজ শেষ করে বৃহস্পতিবার দেশে ফিরেছেন পূর্ণিমা । দেশে ফেরার আগে নিজের ফেসুবক ওয়ালে মক্বা শরীফের ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। ছবির ক্যাপশনে লিখেছেন- ‘আল্লাহু আকবার’।