চৌগাছায় ইয়াবাসহ আটক দুই

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় ৪৮০ পিস ইয়াবাসহ আমানুল্লাহ ও সোহেল রানা নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে চৌগাছা থানা পুলিশ সলুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ব্যাপারে চৌগাছা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার মোবারকপুর নিমতলার মুসলেম বিশ্বাসের ছেলে সোহেল রানা (৩৮) ও মনিরামপুর উপজেলার সরণপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোহাম্মদ আমানুল্লাহ (৪০)। এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, ’আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামি সোহেল রানা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা আছে’।