পাকিস্তানকে বাংলাদেশে টেস্ট খেলার ‘গোপন’ প্রস্তাব!

0

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়ে এবার নতুন চমক। বিসিবি নাকি ‘গোপনে’ দুই টেস্টের একটি বাংলাদেশে খেলার প্রস্তাব দিয়েছে পিসিবিকে! পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এমন কথা জানিয়েছেন পিটিআইকে। তবে এই দাবি স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২ টেস্ট আর ৩ টি-টোয়েন্টির সফর শুরু হতে দেরি নেই। এ মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। বিসিবি সভাপতি নাজমুল হাসান এরই মধ্যে জানিয়েছেন, টি-টোয়েন্টি খেলতে আপত্তি নেই। তবে টেস্ট খেলার সিদ্ধান্ত নিতে আরেকটু সময় চান তারা। পাকিস্তানের পরিস্থিতি বুঝে টেস্ট সিরিজ অংশ নেওয়ার ইচ্ছে বাংলাদেশের। বাংলাদেশের এমন দোটানায় সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তানে। এই টানাপোড়েনের মধ্যে একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন পিসিবির এক কর্মকর্তা, ‘অত্যন্ত গোপনে একটি টেস্ট পাকিস্তানে এবং অন্যটি বাংলাদেশে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদের। তবে তা প্রত্যাখ্যান করা হয়েছে। বিস্ময়করভাবে, (সফরের বিনিময়ে) বিসিবি চায় পাকিস্তান একটি টেস্ট বাংলাদেশে খেলুক।’ তবে এই দাবি অস্বীকার করে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিসিবির পক্ষ থেকে এ ধরনের কোনও প্রস্তাব দেওয়া হয়নি। আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমরা আগের অবস্থানেই আছি। টি-টোয়েন্টি সিরিজ খেলে এসে টেস্টের ব্যাপারে সিদ্ধান্ত জানাবো।’