বার্সেলোনার ড্রয়ের কারণ লাল কার্ড?

0

লোকসমাজ ডেস্ক ॥ কাতালান ডার্বি বলে কথা! এমন ম্যাচে রোমাঞ্চ না ছুঁয়ে পারে? যদিও তাতে কপাল পুড়েছে বার্সেলোনারই। লা লিগায় এসপানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে অবশ্য মনে করছেন তাদের জয়টা প্রাপ্য ছিল। সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের লাল কার্ডে।
প্রথমার্ধে অগোছালো ফুটবলই খেলেছে বার্সা। তারই পরিণতিতে ২৩ মিনিটে গোল হজম করে বসে তারা। সেই বার্সা সমতা ফেরায় ৫০ মিনিটে, সুয়ারেজের গোলে। এর ৯ মিনিট পর ব্যবধান বাড়ান আর্তুরো ভিদাল। এর পর ৭৫ মিনিটে ঘটে অঘটন। প্রতিপক্ষ খেলোয়াড়ের জার্সি ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডি ইয়ং। ১০ জনের দলে পরিণত হয়ে তারা আক্রমণে গেলেও সাফল্য মেলেনি। বরং ৮৮ মিনিটে এসপানিওলকে সমতায় ফেরান উ লেই। ম্যাচের পর সেই আক্ষেপই ঝরেছে ভালভার্দের কণ্ঠে, ‘ডি ইয়ংয়ের লাল কার্ডই আমাদের ক্ষতি করেছে।’
অবশ্য বেশ কিছু সুযোগও হাতছাড়া করেছে বার্সা। ৬৫ মিনিটে মেসি বল বানিয়ে দিলেও জালে জড়াতে পারেননি সুয়ারেজ। ভালভার্দে ঘুরে দাঁড়ানো পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন, ‘আমরা কম বেশি ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি। ঘুরে দাঁড়ানোর পর সব কিছু ভালোই ছিল। আরও কিছু স্কোর করার প্রচেষ্টা ছিল।’ কিন্তু তার পরেও কেন পারলো না তারা? এর ব্যাখ্যাও দিয়েছেন বার্সার কোচ, ‘ওরা প্রেস করছিল আর আমরা খুব বেশি জায়গা ছেড়ে খেলছিলাম।’ এই ড্রয়ের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টে সমতায় বার্সেলোনা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের। রিয়াল মাদ্রিদেরও সমান পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে রিয়াল। কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোস ভালভার্দের কণ্ঠে, ‘ ব্যাপারটি সুখকর নয়। আমরা তিনটি পয়েন্ট চেয়েছিলাম।’