২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ইস্পাত উৎপাদন ১.৮% বেড়েছে

0

লোকসমাজ ডেস্ক॥ অনেক দিক থেকেই ২০১৯ সাল ছিল যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং বছর। তবে এ বছর দেশটির ইস্পাত খাত চাঙ্গা ভাব ধরে রাখতে সক্ষম হয়েছে। আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের (এআইএসআই) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বিদায়ী বছরের শুরু থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ধাতবপণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। খবর মেটাল মাইনর।
লোকসমাজ ডেস্ক॥ এআইএসআইয়ের প্রতিবেদনে জানানো হয়, বিদায়ী বছরের প্রায় পুরো সময়ে দেশটির কারখানাগুলোয় সব মিলিয়ে ৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদিত হয়েছে। এ সময় দেশটির কারখানাগুলো উৎপাদন সক্ষমতার ৮০ দশমিক ১ শতাংশ কাজে লাগাতে পেরেছে।
এদিকে ৭৮ দশমিক ২ শতাংশ উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে ২০১৮ সালে দেশটি ৯ কোটি ২৭ লাখ ৮০ হাজার টন ইস্পাত উৎপাদন করেছিল। সে হিসাবে এক বছরের কিছুদিন বাকি থাকতেই যুক্তরাষ্ট্রে শিল্পধাতুটির উৎপাদন ১৬ লাখ ৭০ হাজার টন বেড়েছে। একই সঙ্গে দেশটির উৎপাদন সক্ষমতা ব্যবহারের বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ।
এদিকে ২১ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে ১৮ লাখ ৭০ হাজার টন ইস্পাত উৎপাদন করেছে যুক্তরাষ্ট্র, যা এক বছর আগের একই সপ্তাহের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। এ সময়ে উৎপাদন সক্ষমতার ৮০ দশমিক ৭ শতাংশ ব্যবহার হয়েছে। ২০১৮ সালের এ সপ্তাহে দেশটির কারখানাগুলো ৭৯ দশমিক ৪ শতাংশ সক্ষমতা কাজে লাগিয়ে মোট ১৮ লাখ ৬০ হাজার টন ইস্পাত উৎপাদন করেছিল।
যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ। তবে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ ইস্পাত আমদানি করে দেশটি, যার বেশির ভাগই পরিশোধিত ইস্পাত। তবে গত বছর শিল্পপণ্যটির আমদানি কমিয়েছে। এআইএসআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) যুক্তরাষ্ট্র মোট ২ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টন ইস্পাত আমদানি করেছে। এর মধ্যে পরিশোধিত ইস্পাতের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার টন। ২০১৮ সালের একই সময়ের তুলনায় উভয় ধরনের ইস্পাত আমদানি কমেছে ১৭ দশমিক ৩ ও ১৮ দশমিক ১ শতাংশ।
এদিকে নভেম্বরে আন্তর্জাতিক বাজার থেকে মোট ১৫ লাখ ৪১ হাজার টন ইস্পাত আমদানি করেছে দেশটি। এর মধ্যে ১৩ লাখ ১১ হাজার টন পরিশোধিত ইস্পাত। উভয়েরই আমদানি কমেছে ২৯ দশমিক ৯ ও ১২ দশমিক ৫ শতাংশ।
এ সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি ইস্পাত সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়া। পণ্যটির অন্যতম শীর্ষ সরবরাহকারী দেশের মধ্যে রয়েছে জাপান, জার্মানি ও তাইওয়ান।