রেকর্ড ঠান্ডায় জাতীয় সঙ্গীত গেয়ে নতুন বছরকে বরণ করল দিল্লির আন্দোলনকারীরা

0

লোকসমাজ ডেস্ক॥ জাতীয় সঙ্গীত গেয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ভারতের আন্দোলনকারীরা। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে চলছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও এনআরসির বিরুদ্ধে বড় ধরণের আন্দোলন। উত্তাল হয়ে আছে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গসহ অন্তত ১০ রাজ্য। এরইমধ্যে চলে এসেছে নতুন বছর। কিন্তু রাজপথ ছেড়ে যাননি দিল্লির আন্দোলনকারীরা। তাদের কথা একটাই। নতুন বছরে নতুন সূর্য উঠবে কিন্তু রক্ষা করতে হবে দেশের সংবিধান। এ চিন্তা থেকেই সেখানে দেখা গেলো অন্যরকম এক বর্ষবরণ।
ডয়েচে ভেলে জানিয়েছে, ৩১ ডিসেম্বর রাতে দিল্লির শাহিনবাগে রাস্তায়ই বসেছিলেন আন্দোলনকারীরা। শুধু মুসলিমরা নয়, সকল ধর্মের মানুষরাই আন্দোলনে যোগ দিচ্ছেন। সেখানেই নতুন বছরকে বরণ করে নেন তারা। তবে কোনো আতসবাজি ফাটিয়ে নয়। সিএএ ও এনআরসির বিরুদ্ধে ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রস্তাবনা পাঠ করে নববর্ষ উদযাপন করেন তারা। সঙ্গে ছিলো নিজেদের জাতীয় সঙ্গীত। সমাবেশ থেকে দেয়া হয় স্লোগান যাতে ছিলো ধর্মনিরপেক্ষতার কথা, অসাম্প্রদায়িকতার কথা। যাকে দেখা হচ্ছে মুসলিমদের জন্য বৈষম্যমূলক হিসেবে বিবেচিত সিএএ ও এনআরসির বিরুদ্ধে ছিলো অসাধারণ প্রতিবাদ হিসেবে। বছর আসে, বছর যায়। উৎসব হয়, উদযাপন হয়। কিন্তু ২০২০ সালের প্রথম রাতটা রেকর্ড ঠান্ডা উপেক্ষা করে ধর্মনিরপেক্ষতার প্রত্যয়ে অভূতপূর্বভাবে স্বাগত জানালো দিল্লি।