তিনমাস পর হারের দুঃখে যোগ জরিমানার কষ্ট

0

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে কাতারের কাছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।সদ্যই বিদায় নেওয়া বছরের ১০ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে দুর্দান্ত খেলেও হারটা ছিল বেশ দুঃখের। সেই হারের কষ্টে তিন মাস পর একটি কষ্ট যোগ হলো ।ওই ম্যাচে দর্শকদের গ্যালারির ফেন্সিংয়ে ওঠার কারণে ফিফা ১৫ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১৫ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।
গত বছরের ১০ অক্টোবরের ম্যাচে গ্যালারিতে দর্শকদের গ্যালারির ফেন্সিংয়ে ওঠার দৃশ্যের ছবিসহ ম্যাচ রেফারি ফিফার কাছে রিপোর্ট করেছেন।তাতেই বাফুফেকে জরিমানা করেছে ফিফা,সঙ্গে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারও। ফিফার পাশাপাশি এএফসিও একটি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তবে সেটি বাফুফের কোচদের বিরুদ্ধে।বাফুফের অফিসে ঠিকমতো উপস্থিতি না থাকায় ১৫জন কোচের তিন মাসের বেতন অর্থাৎ ২৮ হাজার ডলার কেটে নেওয়া হয়েছে।
বাফুফেতে ১৯ জন কোচ আছেন। যাদের বেতন সরাসরি দিয়ে থাকে এএফসি। এরমধ্যে ১৫ জন গরহাজির থাকায় এএফসি শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে বেতন কেটে নিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম বলেছেন,‘গ্যালারির দর্শকরা ফেন্সিংয়ে ওঠার কারণে আমাদের জরিমানা করেছে ফিফা।এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে অস্ট্রেলিয়া ম্যাচে ঢাকাতেই একই কারণে জরিমানা গুনতে হয়েছিল। আমাদের দর্শকদের এ নিয়ে আরও সচেতন হতে হবে।তা নাহলে সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে আরও সমস্যার সম্মুখীন হতে হবে।’ কোচদের বেতন কাটা নিয়ে এই কর্মকর্তার ব্যাখ্যা,‘কোচরা হয়তো অনেক সময় কাজে থাকার সময় সময়মতো হাজিরা খাতায় সই করতে পারেননি।এজন্য এএফসি বেতন কেটেছে।এ বিষয়ে সবার সচেতন হতে হবে।’