বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন ১৪ মার্চ

    0

    লোকসমাজ ডেস্ক॥ তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২০-২২ মেয়াদকালের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
    বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচন বোর্ড গত ২৪ ডিসেম্বর তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে আগামী ১৪ মার্চ ২০২০-২২ মেয়াদকালের কার্যকরী এবং শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
    প্রসঙ্গত, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টি আই এম নূরুল কবির। সদস্য হিসেবে ওরা-টেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ এবং এক্সেল ইন্টেলিজেন্স সলিউশন লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী দায়িত্ব পালন করছেন।
    নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম। ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক এবং ট্রেসার ইলেকট্রোকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।