ক্যারাম খেলা নিয়ে খুন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের চিতলমারীতে ক্যারাম খেলাকে নিয়ে বিরোধে শহিদ শেখ (৩৫) নামের এক দিনমজুর খুন হয়েছেন। এসময় তার ভাই সাহিদ শেখ (৩২) আহত হন। গতকাল মঙ্গলবার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই গ্রামের ফজলুল শেখের ছেলে। চিতলমারী থানা পুলিশের ওসি মীর শরিফুল হক বলেন, গত রোববার ক্যারাম খেলাকে কেন্দ্র করে গোলযোগে ুদ্র ব্যবসায়ী ও দিনমজুর শহিদ শেখের ক্যারাম বোর্ডটি ভেঙ্গে ফেলেন প্রতিবেশী লুৎফর ও তার লোকজন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে গতকাল বেলা ১২ টার দিকে পুনরায় বাকবিতন্ডা হয়। পরে লুৎফরের লোকজনের হামলায় শহিদ শেখ ও তার ভাই সাহিদ শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদ শেখকে মৃত ঘোষনা করেন। পরে আহত সাহিদ শেখকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।