চৌগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ১০ হাজার রোগী

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ঢাকাস্থ চৌগাছা সমিতির উদ্যোগে দু দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। গত সোমবার ক্যাম্প শুরু হয়ে তা মঙ্গলবার শেষ হয়। দুদিনে চৌগাছা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার প্রায় ১০ হাজার রোগী সেবা গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপ জানিয়েছে। রোগীরা ডাক্তারের পরামর্শ গ্রহণের পাশাপাশি পেয়েছেন ফ্রি ওষুধ। এ ধরনের সেবা কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী, তাদের স্বজনসহ এলাকাবাসী। সূত্র জানায়, চৌগাছার কৃতি সন্তানদের সমন্বয়ে গঠিত ঢাকাস্থ চৌগাছা সমিতি একটি মহৎ উদ্যোগ গ্রহণ করে। ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে গত সোমবার থেকে মৃধাপাড়া মহিলা কলেজ মাঠে ক্যাম্প করে এ অঞ্চলের হাজার হাজার রোগীকে সেবা প্রদান হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। সোমবার সকাল নয়টায় কার্যক্রম শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। মঙ্গলবার খুব সকাল থেকেই পুনরায় রোগী দেখতে শুরু করেন চিকিৎসকরা। এদিনও সকাল থেকে রোগীর উপচে পড়া ভিড় ল্য করা যায় কলেজ ক্যাম্পাসে। রোগীর চাপ সামাল দিতে প্রায় দু শ স্বেচ্ছাসেবককে রীতিমত হিমশিম খেতে হয়েছে। দুদিনের এ ক্যাম্পে প্রায় ১০ হাজার রোগী সেবা গ্রহণ করেছেন, পেয়েছেন ফ্রি ওষুধ। সেবা নিতে আসা চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর মোবারক হোসেন জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে আছেন। হৃদরোগের কারণে তার শরীরের একাংশ অচল হয়ে গেছে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেছেন। সেবা পেয়ে তিনি দারুণ খুশি। এ ধরনের ক্যাম্প অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি। পার্শ্ববর্তী মহেশপুর উপজেলা থেকে সেবা নিতে আসা ময়না বেগম জানান, মাথা ব্যথা আর শরীর অবশ হওয়া রোগে তিনি দীর্ঘদিন ভুগছেন। অনেক কষ্ট হলেও শেষমেষ তিনি ডাক্তারের সাাত পেয়েছেন। ডাক্তার খুব ভালো করে তার কথা শুনে ব্যবস্থাপত্র ও ফ্রি ওষুধ দিয়েছেন। আড়পাড়া গ্রামের আরজিনা খাতুন জানান, অল্প কাজ করলেও শুধু হাঁফ লাগে, যে কারণে কোন কাজ শেষ করতে পারিনা। এখানে ডাক্তার দেখিয়ে খুব ভাল লাগছে। ডাক্তার সাহেব খুব ভালো করে দেখেছেন, আবার ওষুধও দিয়েছেন। শেষদিনে সমিতির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (এলপিআর) মুহম্মদ হাবিবুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক যুগ্ম সচিব এম ইদ্রিস সিদ্দিকী, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ক্যাম্প অবস্থান করেন এবং কার্যক্রম পরিদর্শন করেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন সেবা নিতে আসা এ জনপদের হাজারো মানুষসহ এলাকাবাসী।