সবচেয়ে জনপ্রিয় ২০ স্মার্টফোন

    0

    লোকসমাজ ডেস্ক ॥ এ বছরের শেষ দিন আজ। স্মার্টফোনের বাজারে গত ১২ মাসে কোন ফোনগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল তা নিশ্চয় অনেকেরই জানার ইচ্ছা রয়েছে। জনপ্রিয় ২০টি ফোনের তালিকার দিকে তাকালে এটি স্পষ্ট হয় যে, স্যামসাং কেন স্মার্টফোন বাজারের নেতা। জনপ্রিয় ২০টি ফোনের মধ্যে স্যামসাংয়ের দখল ৫৫ শতাংশ, অর্থাৎ ১১টি ফোন স্যামসাংয়ের। এর মধ্যে গ্যালাক্সি এ সিরিজেরই রয়েছে ৬টি ফোন, যা প্রমাণ করে- ২০১৯ সালে স্যামসাং তাদের মিডরেঞ্জ ফোনের লাইনআপটিকে নতুন রূপে হাজির করে সঠিক পদক্ষেপ নিয়েছিল। গ্যালাক্সি এম সিরিজের কয়েকটি ফোনও এ বছর জনপ্রিয় হয়েছিল। আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বিশেষত আর্থিক দৃষ্টিকোণ থেকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০ সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গ্যালাক্সি এস১০ প্লাস, গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি এস১০ই-সবগুলোই ব্যাপক সাড়া ফেলেছিল।
    সবচেয়ে জনপ্রিয় ২০টি স্মার্টফোনের তালিকায় ২৫ শতাংশ দখল করে অন্যতম বড় বিজয়ী শাওমি। ২০টির মধ্যে শাওমির ফোন রয়েছে ৫টি। ২০১৯ সালে শাওমির সবচেয়ে জনপ্রিয় ফোন ছিল রেডমি নোট ৭, এটিই কেবল স্যামসাংয়ের সবচেয়ে জনপ্রিয় গ্যালাক্সি এ৫০ ফোনকে টক্কর দিতে পেরেছিল। হুয়াওয়ের পি৩০ প্রো এবং পি৩০ লাইট- দুটি ফোনই বছরের জনপ্রিয় ফোনগুলোর মধ্যে ছিল। এছাড়া ওয়ানপ্লাসের ৭ প্রো ফোনটিও ছিল। আরো চমকপ্রদ ব্যাপার হলো, নকিয়া ৯ পিওরভিউও বছরের অন্যতম জনপ্রিয় ফোন। ৫ ক্যামেরার ফোনটি বিশ্বের অন্যতম সেরা একটি ফোন এটা বিশ্বাস করতে নকিয়া যদিও বেশ সময় নিয়েছিল, তবে শেষপর্যন্ত ফোনটি ব্যবহারকারীদের মন জয় করতে সক্ষম হয়েছে। ২০১৯ সালের সবচেয়ে জনপ্রিয় ২০টি ফোনের এই র‌্যাংকিং প্রকাশ করেছে মোবাইল বিষয়ক পোর্টাল জিএসএম অ্যারেনা। গত বছরের তালিকার সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০১৮ সালে সেরা ২০-এর মধ্যে শাওমির ফোনটি ছিল ৬টি এবং স্যামসাংয়ের ৭টি। এক বছরে স্যামসাং বাজারের বেশি কিছু ফাঁক বুঝতে পেরেছিল এবং বেশিরভাগ জনপ্রিয় স্মার্টফোন তৈরি করেছিল। গত বছর অপো এবং ভিভোর ফোন সর্বাধিক জনপ্রিয়তার তালিকার মধ্যে ছিল, এ বছর তারা দারুন কিছু অফার করার পরও বেশি সাড়া ফেলতে পারেনি।
    এ বছরের সবচেয়ে জনপ্রিয় ২০ স্মার্টফোনের র‌্যাংকিং:
    ১. স্যামসাং গ্যালাক্সি এ৫০
    ২. শাওমি রেডমি নোট ৭
    ৩. স্যামসাং গ্যালাক্সি এ৭০
    ৪. স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস
    ৫. শাওমি রেডমি নোট ৭ প্রো
    ৬. স্যামসাং গ্যালাক্সি এম২০
    ৭. স্যামসাং গ্যালাক্সি এ৩০
    ৮. স্যামসাং গ্যালাক্সি এস১০
    ৯. হুয়াওয়ে পি৩০ প্রো
    ১০. স্যামসাং গ্যালাক্সি এম৩০
    ১১. শাওমি মি ৯
    ১২. হুয়াওয়ে পি৩০ লাইট
    ১৩. নকিয়া ৯ পিওরভিউ
    ১৪. শাওমি রেডমি নোট ৮ প্রো
    ১৫. স্যামসাং গ্যালাক্সি এ৮০
    ১৬. স্যামসাং গ্যালাক্সি এ২০
    ১৭. স্যামসাং গ্যালাক্সি এ১০
    ১৮. শাওমি রেডমি ৭
    ১৯. স্যামসাং গ্যালাক্সি এস১০ই
    ২০. ওয়ানপ্লাস ৭ প্রো