বাম জোটের মিছিলে ‘হেলমেটধারীদের’ হামলা, আহত ১০

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকায় বাম জোটের মিছিলে হামলার প্রতিবাদে সিলেটে আয়োজিত প্রগতিশীল বাম ঐক্য জোটের মিছিলে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর বন্দরবাজার এলাকার সিটি পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মাথায় হেলমেট ছিলো বলে জানান বাম নেতারা। বাম নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদের নেতৃত্বে ৪০/৫০ জন মাথায় হেলমেট পরে ও হাতে লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এতে তাদের ১০ জন কর্মী আহত হন। এরপর পাল্টা ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে পার্শ্ববর্তী বন্দরবাজার পুলিশের ফাঁড়িতে আশ্রয় নেয় । সরকারের একবছর পূর্তিতে সোমবার ঢাকায় মিছিলকালে প্রগিতিশীল বাম জোটের মিছিলে হামলা চালায় পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সিলেটে মিছিল বের বাম রাজনৈতিক দলগুলোর এই মোর্চা।
মিছিলে থাকা বাসদ নেতা প্রণব জ্যোতি পাল জানান, মিছিলটি সিটি পয়েন্টে আসার পর আওয়ামী লীগ নেতা ফারুক আহমদের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট ও হাতে লাঠি ছিলো। তাদের হামলায় আবু জাফর, নওশিন, রুবাইয়াত আহমদ রুবা, অনির্বান রায়সহ আমাদের বিভিন্ন সংগঠনের ১০ জন আহত হন। আহতদরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রণব বলেন, পরে আমরা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। এরপর আমরা মিছিল করে শহীদ মিনারে এসে সমাবেশ করি। শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রগতিশীল বাম ঐক্য জোট, সিলেটের সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উজ্জ্বল রায়, আনোয়ার হোসেন, আব্দুল হাফিজ প্রমুখ। সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তােেরর দাবি জানানো হয়।