বটিয়াঘাটায় আ.লীগ নেতার মায়ের পরলোকগমন, শোক

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ আওয়ামী লীগ বটিয়াঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি প্রদীপ বিশ্বাসের মাতা সুভাষিনী বিশ্বাস (১০১) সোমবার সকালে গজালমারী নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে চক্রাখালী মুক্তিধাম মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সুভাষিনী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরা হলেন-উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক দিলীপ হালদার, সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুর রহমান, মীর মোহম্মদ আলী, আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, বিএম মাসুদ রানা, স্বপন কুমার সরকার, চঞ্চলা মন্ডল, ওয়াহিদুর রহমান, মোশারফ হোসেন, গোবিন্দ মল্লিক, গোবিন্দ রায়, খলিলুর রহমান, জাকির হোসেন লিটু, রাজ কুমার রায় প্রমূখ।