থার্টিফার্স্টে প্রস্তুত ডিজেগার্লরা

0

লোকসমাজ ডেস্ক ॥ থার্টিফার্স্ট রাত এলেই উন্মাদনা বাড়ে সিলেটে। নতুন বর্ষকে বরণে নানা প্রস্তুতিও থাকে। এবারো তার ব্যতিক্রম নেই। আগে থেকে ঘোষণা না দিলেও কয়েকটি তারকা হোটেলে থার্টিফার্স্ট নিয়ে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের। থাকছে নাচ-গানের প্রস্তুতিও। তবে সেটি হচ্ছে আড়ালে এই আয়োজন যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেদিকে নজর রাখছে পুলিশ। এবার শীত মৌসুমে বিপুল সংখ্যক প্রবাসী এসেছেন সিলেটে। নিজ বাড়ি সিলেটে বেড়াতে এসে থার্টিফার্স্ট পালনের জন্য প্রস্তুতি চলছে।
তাদের আয়োজনকে ঘিরে সরগরম হতে চলেছে থার্টিফার্স্টের আয়োজন। সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা, সাহেববাজার, বালুচর, তামাবিল রুটের কয়েকটি হোটেল ও বাংলোবাড়িতে ব্যক্তি উদ্যোগে থার্টিফার্স্টের আয়োজন চলছে। এসব আয়োজনে ডাক পড়েছে সিলেটের ডিজে গার্লদেরও। নেচে-গেয়ে থার্টিফার্স্ট পালনের এই আয়োজনের সব ধরনের উন্মাদনা থাকলেও সেটি বাইরে প্রকাশ করা হচ্ছে না। আয়োজক সূত্রে জানা গেছে- সিলেটে থার্টিফার্স্ট পালনে মূলত এগিয়ে প্রবাসীরা। এই সময়ে যারা সিলেটে থাকেন তাদের পক্ষ থেকে বিভিন্ন মোটেল কিংবা রেস্ট হাউসে থার্টিফার্স্ট পালনের প্রস্তুতি নেয়া হয়। এতে সিলেটের রাজনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকেন। এদিকে- প্রায় দুই বছর আগে সিলেটের এয়ারপোর্ট রুটের এক বাংলোবাড়িতে থার্টিফার্স্ট নাইটের উৎসবে গিয়ে শামিল হয়েছিলেন মেডিকেলের ছাত্রীরা। ওই এলাকায় তারা হেনস্থার শিকার হন। পরে আয়োজকরা সেটি মিটমাট করে দেন। এছাড়া বিভিন্ন হোটেলে ও রেস্টহাউসে থার্টি ফার্স্ট পালনে গিয়ে সিলেটের ডিজে গার্লরা উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেন। তাদের ঘিরেও রঙ্গিন আয়োজনে মেতে উঠেন প্রবাসীরা। কখনো কখনো এসব উন্মাদনা বিতর্কের পর্যায়ে গিয়ে পৌঁছে। এদিকে- থার্টিফার্স্টকে ঘিরে সিলেটের কয়েকটি অত্যাধুনিক ও তারকা হোটেলের অভ্যন্তরে ডিজেপার্টিসহ নানা আয়োজন চূড়ান্ত করা হয়েছে। এসব হোটেলে ঢাকা থেকেও আনা হচ্ছে ডিজে গার্লদের। থার্টিফার্স্ট সেলিব্রেশনের এসব উদ্যোগে অংশ নেবেন সিলেটে বেড়াতে আসা প্রবাসীরাও। থার্টিফার্স্টের এসব আয়োজনে নজরদারি থাকবে সিলেট পুলিশের। বাড়াবাড়ি যাতে না হয় সে ব্যাপারে কঠোর হবে পুলিশ। সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুছা মানবজমিনকে জানিয়েছেন- থার্টিফার্স্টকে কেন্দ্র করে পুলিশ হেডকোয়ার্টারের যে নির্দেশনা আছে সেটিই সিলেটে বহাল থাকবে। সন্ধার পর আয়োজন কোনো ভাবেই মানা হবে না। তিনি বলেন- সিলেটে ঢালাও ভাবে থার্টিফার্স্ট পালন হয় না। তবে- সতর্ক থাকবে পুলিশ। এদিকে- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও নজরদারি বাড়ানো হয়েছে। সন্ধ্যার পর যাতে ওইসব ক্যাম্পাসে কেউ প্রবেশ না করতে সে কারণে আগেই থেকে সতর্কবস্থা নেয়া হচ্ছে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে এরকম অসংখ্য মাদক চালান হয় সিলেট শহরে। যার প্রদান টার্গেট থাকে উঠতি বয়সী তরুণরা। থার্টিফার্স্ট উপলক্ষ করে সিলেটের বিভিন্ন হোটেল মোটেল বাংলো বাড়িতে হওয়া ডিজে পার্টির আড়ালে সরবরাহ করা হয় এসব মাদকদ্রব্য। বছর ঘুরে সামনে অপেক্ষমাণ আরেক টি থার্টি ফার্স্ট নাইট। ফলে এই রাতে উৎসব ফুর্তি করতে উন্মুখ হয়ে আছেন পাশ্চাত্য লাইফ স্টাইল অনুসরণকারী সিলেটের তরুণ তরুণীরা। শেষ মুহূর্তে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আয়োজোন করছে থার্টিফার্স্ট নাইট পার্টির। এসব পার্টির আবেশে সিলেট শহরে বইছে উন্মাদনা। উন্মাতাল হওয়ার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেটে বেড়াতে আসা কয়েকজন লন্ডন প্রবাসী জানিয়েছেন- সিলেটের ডিজে গার্লরা সিলেটি নাটকে অভিনয়ে সুবাদে অনেকেই পরিচিত। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যাপকভাবে পরিচিত। এ কারণে তাদের ঘিরেই চলছে প্রস্তুতি।