বখাটের কারণে অতিষ্ঠ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

0

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল) ॥ নড়াইলের লোহাগড়ায় বখাটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্কুলছাত্রী খাদিজা (১৩) আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের কামাল শেখের ছেলে ইমাম শেখ (১৮) স্কুলে যাবার পথে একই গ্রামের সেলিম সরদারের মেয়ে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শেণির ছাত্রী খাদিজাকে উত্ত্যক্ত করতো। খাদিজার পরিবারের লোকজন ওই বখাটের পরিবারকে বিষয়টি জানালেও কোন ফল হয়নি। সম্প্রতি পরীক্ষার সময়ও বখাটে ইমাম শেখ তাকে নানাভাবে উত্ত্যক্ত করে। সর্বশেষ গতকাল সকাল ১০ টার দিকে খাদিজা বাড়ির পাশে পুকুরে পানি আনতে গেলে ওই বখাটে পথরোধ করে অশ্লীল কথাবার্তা বলে। এতে অতিষ্ঠ হয়ে সে ঘরে ছুটে যায় এবং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন টের পেয়ে গুরুতর অবস্থায় খাদিজাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান। ছাত্রীর বাবা সেলিম সরদার বলেন, ‘বখাটে ইমামকে কয়েকবার সাবধান করেছি। তার পরিবারকে জানিয়েছি। কিন্তু কোন সমাধান হয়নি। বরং সে আমাদের হুমকি দিয়েছে। গত এক সপ্তাহ আগেও বখাটে ইমাম এবং তার আত্মীয় সজিব শেখ ও নবীর শেখ আমাকে নানাভাবে হুমকি দেয়’। লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. নাইমা জানান, ‘খাদিজাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছি’। এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত বখাটে ইমাম শেখ এবং তার আত্মীয় সজিব শেখ ও নবীর শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন জানান, ‘বখাটে উত্ত্যক্ত করায় এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে শুনেছি। ছাত্রীর পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাইনি। তারা মেয়েটির চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। উত্ত্যক্তকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোন ছাড় দেয়া হবে না’।