নড়াইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

0

নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে মুরসালিন মৃধা (২০) নামে এক যুবককে শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মুরসালিন উপজেলার আড়িয়ারা গ্রামের লাজুক মৃধার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমানুল্লাহ বারী জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ১৩ বছরের এক কিশোরীকে চার যুবক কৌশলে অচেতন করে লোহাগড়ার আড়িয়ারা গ্রামের মুজিবারের ইটের ভাটার শ্রমিকদের শোওয়ার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় চারজনকে আসামি করে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা দায়ের করে কিশোরীর পরিবার। মামলা দায়েরের পর পুলিশ শনিবার ভোর রাতে মামলার প্রধান আসামি মুরসালিনকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা জন্য শনিবার নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান। সূত্র জানায়, ধর্ষণের ঘটনাটি নিয়ে এলাকায় সালিশ হয়। সালিশে ঘটনার মূল নায়ক মুরসালিনের সঙ্গে ধর্ষণের শিকার মেয়েটিকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন সালিশে উপস্থিত গ্রাম্য মাতব্বররা। তবে মুরসালিন এ বিয়েতে অসম্মতি জানালে পরবর্তীতে শুক্রবার থানায় মামলা দায়ের হয়।