ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক: সড়ক উপদেষ্টা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে স্বীকৃত প্রশিক্ষণকেন্দ্র থেকে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, সরকার এই প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিবহন গাড়ি চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির বলেন, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক। কোনো গাড়িচালক প্রশিক্ষণ নিলে সরকার তাকে ভাতা দেবে। ড্রাইভিং লাইসেন্সে আর কোনো কমিটি থাকবে না। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই লাইসেন্স পাবে।

তিনি আরও বলেন, বিদেশে হর্ন বাজানোকে অপমানজনক কাজ মনে করে। অথচ, দেদারসে হর্ন বাজাই। আমলাতন্ত্র আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। এই সরকার চলে যাবে কয়েকদিনের মধ্যে। কিন্তু সমস্যাগুলো তো যাচ্ছে না। কিন্তু এগুলো তো সমাধান করতেই হবে। জনস্বার্থ শব্দটা আমলাদের মাথায় পেরেক দিয়ে ঢুকিয়ে দিতে হবে।

তিনি বলেন, আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো মানুষের বুকের ওপর চেপে আছে। তারা কোনো পরিবর্তন চান না। তারা শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করেন।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘হর্ন বাজালে গতি নিয়ন্ত্রণে আসবে রাস্তায় মানুষের প্রাণ বাঁচবে।’ ট্রাফিক সার্জেন্ট রাস্তায় জরিমানা শুরু করলে পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে।