আজাদুল কবির আরজু’র স্মরণে দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মরহুম আজাদুল কবির আরজু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর যশোর শহরের মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয় সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার প্রায় ৪ হাজার মানুষ অংশগ্রহণ করেন। নারীদের জন্য সংস্থার প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় আলাদা বসার ব্যবস্থা রাখা হয়।

জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজের সঞ্চালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন খড়কি পীরবাড়ি মসজিদের পেশ ইমাম। দোয়াপূর্ব আলোচনায় অংশ নেন জেসিএফ-এর সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, জিলা স্কুল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী, হাফেজ গোলাম মোস্তফা এবং মরহুমের ভাই হারুন-অর-রশিদ।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক ও সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি একরাম-উদ্-দ্দৌলা, আরআরএফ-এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তানু ইসলাম সুমিত, আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল আলম, শিশু নিলয়ের উপ-নির্বাহী পরিচালক আসিফ আহসান খান এবং আদ্-দ্বীনের পরিচালক ফজলুল হক প্রমুখ।

গত ২৪ জানুয়ারি শনিবার দুপুরে ৭২ বছর বয়সে ইন্তেকাল করেন বিশিষ্ট সমাজসেবক মো. আজাদুল কবির আরজু। তার ইচ্ছা অনুযায়ী, মৃত্যুর পর মরদেহ দাফন না করে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের গবেষণার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।