চৌগাছায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের হলরুমে প্রশিক্ষণ হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার আসিফ উদ্দিন।

এ সময় চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম রোমেল, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, মৎস্য কর্মকর্তা তাছলিমা জেবীনসহ দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্যেশে বলেন, একই দিনে জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে। নতুন ভোটারসহ অনেকেই কিন্তু ভোটের সময় ভুল করতে পারেন। আপনারা প্রত্যেকে ভোটারদেরকে ব্যালট দেওয়ার সময় বুঝিয়ে দিবেন।

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।