যশোর কালেক্টরেট ভবনে চুরি করতে গিয়ে আটক- ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কালেক্টরেট ভবন থেকে বৃহস্পতিবার সকালে ইন্টারনেট ও ডিশ সংযোগেরসহ কেবল (তার) চুরি করার সময় বিপ্লব ওরফে মিটন (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্মচারীরা। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটক বিপ্লব ওরফে মিটন খুলনার ৫ নম্বর ঘাট এলাকার নুরু বাবুর্চির ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

কালেক্টরেট ভবনের নাজির রফিকুল ইসলাম জানান, প্রায় সময় ভবন থেকে ইন্টারনেট, টেলিফোন, ডিশ সংযোগেরসহ বিভিন্ন ধরনের তার চুরি হয়। এ জন্যে তারা চিন্তিত হয়ে পড়েছেন। চুরির ঘটনা ঘটলেও তারা কাউকে আটক করতে পারেননি। মাস খানেক আগে খানেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের প্রায় ৪০ হাজার টাকার তার চুরি হয়।

এ ঘটনায়ও কাউকে আটক করা যায়নি। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই যুবক কালেক্টরেট ভবনের দোতলা থেকে তার চুরি করে নিচে নামার সময় কর্মচারীরা দেখে ফেলেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তাকে পিটুনি দেওয়া হয়।

এদিকে চুরি করতে স্বামী গিয়ে আটকের খবর জানতে পেয়ে মিটনের স্ত্রী সায়রা বেগম ৩ সন্তানসহ সেখানে উপস্থিত হন ও স্বামীর কৃতকর্মের জন্যে সবার কাছে ক্ষমা চান। যদিও পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।