সরকার পতনের আন্দোলনের আহ্বান মান্নার

0

লোকসমাজ ডেস্ক॥ ‘সরকার মানি না’ উল্লেখ করে এখনই সবাইকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি এ আহ্বান জানান। ন্না বলেন, ‘এ সরকার করোনা মহামারির মধ্যেও আজান দিয়ে লুটপাট করেছে। আওয়ামী লীগ স্বাধীনতা চেতনার কথা বললেও আসলে এরাই প্রকৃতপক্ষে স্বাধীনতাবিরোধী।’ দেশে প্রকৃত স্বাধীনতা নেই উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এখন স্বাধীনতা শুধু শাসকদের জন্য। এ অবস্থা আর চলতে দেয়া হবে না।’ বর্তমান সকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বানও জানান তিনি। সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত আলোচনায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সহিদ বাবলু, মুক্তিযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান।