লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময়

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ায় সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুছ ছালাম। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও যুবসমাজ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুছ ছালাম।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সঞ্চালনায় বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা. সাদিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু প্রমুখ।