বাগেরহাট কারাগারে বন্দীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাট কারাগারে মিজানুর রহমান শেখ (৪৫) নামে এক বন্দীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর রহমান শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ মোক্তার হোসেনের ছেলে। পেশায় তিনি একজন মুরগি ব্যবসায়ী ছিলেন।

মিজানুর রহমান শেখের ভাই শাহিন শেখ বলেন, একটি চেক ডিজঅনার মামলায় তার ভাইয়ের ৬ মাসের জেল হয়। সাড়ে ৪ মাস কারাভোগের পর বুধবার বিকেলে তার ভাই বাগেরহাট কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে তারা হাসপাতালের মাধ্যমে তার মৃত্যুর খবর পান।

বাগেরহাট কারাগারের জেল সুপার মোস্তাফা কামাল জানান, বন্দী মিজানুর রহমান অসুস্থ হলে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।