আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে যাইনি : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণ স্বাধীনভাবে তার পছন্দের ব্যক্তিকে ভোট দেবে এটাই গণতন্ত্র। বারবার লড়াই করে জনগণের গণতান্ত্রিক দাবি আদায় করেছি। কিন্তু দেশ বিরোধী অপশক্তি নানাবিধ চক্রান্তের মাধ্যমে সেটিকে নস্যাৎ করেছে। কিন্তু আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে যাইনি।

বুধবার যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপির হাত ধরে দেশের নারী সমাজের উন্নয়নের সূচনা হয়েছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যৌতুক বিরোধী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অ্যাসিড বিরোধী আইন করে দেশের নারী সমাজের সুরক্ষা নিশ্চিত করেছিলেন।

আজকের দেশের নারী সমাজ রাষ্ট্রীয়ভাবে যে সকল সুযোগ সুবিধা ভোগ করেন তার শুরুটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে নারীদের সেই সুযোগ প্রসারিত করেছিলেন।

হৈবতপুর ইউনিয়ন মহিলা দলের যুগ্ম আহ্বায়ক তানিয়া বেগমের সভাপতিত্বে এবং সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, মহিলা দল নেত্রী অ্যাড, মৌলুদা পারভীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সহসভাপতি রবিউল ইসলাম রবি, হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান কায়েস প্রমুখ।