শরণখোলায় গুলি ৪৫ হাজার জাল টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে গুলি, দেশীয় অস্ত্র ও জাল টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তর কদমতলা গ্রামে বাদশাহ তালুকদারের ছেলে সোহেল তালুকদার (৩৮) ও ফজলু তালুকদারের ছেলে আসাদ তালুকদারের বাড়িতে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড ও পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। জব্দকৃত ৩ রাউন্ড কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র ও ৪৩ হাজার জাল টাকা শরণখোলা থানায় জমা দিয়েছে কোস্টগার্ড। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোস্টগার্ডের মংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মামুন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।