যশোর সার্কিট হাউসে আটক ভুয়া অতিরিক্ত সচিব

0

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত সচিব এক প্রতারক আটক হয়েছেন। বুধবার পরিচয়ে সরকারি সুযোগ সুবিধা গ্রহণের দুপুরে যশোরে জেলা প্রশাসন তাকে অভিযোগে আব্দুস সালাম (৬৭) নামে আটক করে।

আটক আব্দুস সালাম মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের এলাহী বক্স গাজীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রেজওয়ান সরদার জানান, আব্দুস সালাম নামে ওই ব্যক্তি অতিরিক্ত সচিব পরিচয়ে বিভিন্ন সময় যশোর সার্কিট হাউসে এসে সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন।

প্রায় ৩ মাস আগে তারা জানতে পারেন, ওই ব্যক্তি অতিরিক্ত সচিব নন, একজন প্রতারক। এ কারণে তারা এবার যশোরে এলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।

বুধবার দুপুরে অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আব্দুস সালাম সার্কিট হাউসে এলে তারা তাকে আটক করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার জানান, প্রতারণা করে সরকারি সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগে তারা আব্দুস সালাম নামে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে তারা থনায় মামলা করবেন।

জেলা প্রশাসনের কয়েকটি সূত্র জানায়, অতিরিক্ত সচিব পরিচয়ে আব্দুস সালাম নামে ওই ব্যক্তি যশোরে ট্রেনে করে আসছেন এবং সার্কিট হাউসে বিশ্রামের জন্য প্রোটকল চান।

পূর্ব থেকে তার সম্পর্কে অবগত থাকায় বুধবার দুপুরে ঢাকা থেকে আসা একটি ট্রেনে করে আব্দুস সালাম যশোর রেলস্টেশনে এসে পৌঁছালে জেলা প্রশাসনের একটি গাড়িতে করে তাকে সার্কিট হাউসে নিয়ে আসা হয়। এরপর যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন ও এনডিসি মো. রেজওয়ান সরদার সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় আব্দুস সালাম তাদের কাছে স্বীকার করেন, তিনি অতিরিক্ত সচিব নন। তিনি মিথ্যা পরিচয়ে এতোদিন সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন।

এরপর বিকেলে আব্দুস সালামকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গণমাধ্যম কর্মীদের কাছেও তার অপরাধের কথা স্বীকার করেছেন।

তিনি দাবি করেন, চ্যাটার্ড অ্যাকাউন্টেট পড়েছেন। বাংলাদেশ ইনসটিটিউট অব ক্যাপিটাল ল্যাবে অ্যাকাউন্ট পদে চুক্তিভুক্ত চাকরি করতেন।