রামপালে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে আলোচনা সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রামপালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে রামপাল উপজেলা নাগরিক ফোরাম।

নাগরিক ফোরামের সভাপতি এমএ সবুর রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান।

বক্তব্য দেন মো. মুজাফফর হোসেন, নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক সুজন মজুমদার, রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নি, গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সম্পাদক রিক্তা খানম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। অনুষ্ঠানে সচেতনতামূলক পথ নাটক প্রদর্শন করা হয়।