কয়রায় সুফলনের আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষক

0

কয়রা (খুলনা) সংবাদদাতা ॥ কয়রা উপজেলায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। কৃষকের মুখে তাই ফুটেছে হাসি। আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ -কৃষাণী। এখানে আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠ থেকে নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন কৃষাণীরা। তাদের মনে তাই দোল খাচ্ছে আনন্দ।

কয়রা উপজেলা কৃষি অফিস জানায়, চলতি আমন মৌসুমে কয়রা উপজেলায় ১৬ হাজার একশ ১২ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এ আবাদের জন্যে ২৪০০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।
কয়রা উপজেলার ভান্ডারপোল পূর্ব বিলের কৃষক মোক্তার সানা বলেন, আমি এ বছর ৩ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলাম। ফলন ভালো হয়েছে। ধান কাটা শুরু করেছি।

কৃষক ফজলু গাজী বলেন, আমি প্রতি বছর আমন ধান লাগাই। এবার ৬ বিঘা জমিতে লাগিয়েছিলাম। ফলন বাম্পার হয়েছে। এ সপ্তাহে ধান কাটা শুরু করবো। তিনি আরও বলেন, ধান বাড়িতে তোলার জন্যে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি।

একই বিলের কৃষক আবু বক্কর বলেন, আমার এ বছর লাগানো চার বিঘা জমির আমন ধান কাটা প্রায় শেষের দিকে।

কয়রা উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ বলেন, এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। কৃষি অফিস সবসময় সকল কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।