ঝিকরগাছায় ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির গণসংযোগ, সভা ও সমাবেশ অব্যহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার বিকেলে তিনি পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাহিত্যিক মরহুম হোসেনউদ্দিন হোসেনের বাড়ি থেকে গণসংযোগ শুরু করেন। রাত অবধি পৌর সদরের ২,৩ ও ৪নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মতিয়ার রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, পৌর বিএনপির যুগ্মসম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক আরাফাত কল্লোল, যুগ্মআহবায়ক রাসেল হোসেন, নওজীস ইসলাম রিয়েল প্রমুখ।