বাঘারপাড়া বিএনপির সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে আওয়ামীলীগ দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে

0

মাসুদ রানা বাবু ॥ বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। অচিরেই নতুন সূর্যোদয় হবে। গণতন্ত্রের মুক্তির আন্দোলনে জনগণ আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। যে আওয়ামী লীগ তার অবৈধ মসনদ টিকিয়ে রাখতে জনতার আন্দোলনকে নস্যাৎ করতে দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। সেই সন্ত্রাসীরা একের পর এক বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিসহ নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে। জ্বালানি তেলসহ সকল প্রকার নিত্যাপ্রয়োজনীয়দ্রব্য বৃদ্ধি মূল্যের বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে নৃশংস হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার বাঘারপাড়া পৌর সদরে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, জনগণের যৌক্তিক দাবি আদায়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীরা যেখানে বাধাগ্রস্ত করবে, জনগণকে সাথে নিয়ে সেখানেই প্রতিরোধ করা হবে। বর্তমানে অবৈধ শাসক গোষ্ঠী গোটা দেশটাকে অরাজগ অবস্থার মধ্য ঠেলে দিয়েছে। প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন দেশ ও জাতির শান্তি ও কল্যাণের কথা বলে। অথচ তিনি আজ গোটা দেশ ও জাতিকে খন্ড বিখন্ড করেছেন। সমগ্র জনগণ আজ অত্যন্ত দূর্বিষহ জীবন যাপন করছে। তিনি বলেন, বিএনপির সাথে অস্ত্র গুলি কিংবা পুলিশ প্রশাসন নেই। বিএনপির সাথে জনগণ আছে, তাদের নিয়ে আমরা এই ফ্যাসিস্ট, আধিপত্যবাদী শক্তিকে পরাস্থ করে গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। অনিন্দ্য ইসলাম অমিত বলেন,এ্ই জনপদের কৃতী সন্তান বিএনপি নেতা প্রকৌশলীটি এস আইয়ুব যখন জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করছেন তখন সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রেখেছে। তিনি অবিলম্বে টি এস আইয়ূবের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, আওয়ামীলীগ গোটা দেশটাকে সন্ত্রাসী জনপদে পরিণত করেছে। জনগণের স্বাভাবিক জীবন যাপন কিংবা মৃত্যু কোনটিরই নিশ্চয়তা নেই। ঘরে ঘরে দুর্ভিক্ষ চলছে। এ থেকে মুক্তির একমাত্র পথ হলো ফ্যাসিস্ট সরকারের পতন। বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, মারুফুল ইসলাম, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, বিএনপি নেতা মশিউর রহমান, আব্দুল আলিম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।