যশোরে সরকারি সার আত্মসাৎ: বিএডিসির ডিলার প্রতিষ্ঠানের ৩ কর্মী আটক, উদ্ধার ২২ লাখ টাকা

0
যশোর থেকে কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসির ডিলার প্রতিষ্ঠানের কর্মী সুমন মজুমদার, বাবুল দাস ও মাসুম বিল্লাহ আটক।

স্টাফ রির্পোটার ।।  যশোরে প্রতারণার মাধ্যমে সরকারি বিএডিসির (BADC) বিপুল পরিমাণ সার আত্মসাতের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজনকে আটক করেছে। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২২ লাখ ২৪ হাজার টাকা।

আটককৃতরা হলেন চাঁদপুর জেলার বরুলিয়া গ্রামের মৃত মনতোষ মজুমদারের ছেলে সুমন মজুমদার, চট্টগ্রাম জেলার টাইগারপাস বটতলা এলাকার দুলাল দাসের ছেলে বাবুল দাস এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার তফিকুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ। তারা সবাই বিএডিসির ডিলার আকিজ রিসোর্স লিমিটেডে কর্মরত ছিলেন।

যেভাবে ঘটল আত্মসাৎ:

রোববার (২৩ নভেম্বর) রাতে অভয়নগরে সার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিচতলায় অবস্থিত মেসার্স বঙ্গ ট্রেডার্সের অফিস কক্ষ থেকে তাদের আটক করা হয়।

পুলিশের মিডিয়া সেল সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে জানায়, ৯ থেকে ১০ নভেম্বরের মধ্যে মোট ৭টি চালানে ৭টি ট্রাকে ৪,৮৪০ বস্তা সার (যার মূল্য ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা) দেশের বিভিন্ন গুদামে পাঠানোর কথা ছিল। এই সারগুলো রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার জন্য নির্ধারিত ছিল।

কিন্তু নির্ধারিত সময় ১২ নভেম্বর পার হয়ে গেলেও সারগুলো গন্তব্যে পৌঁছায়নি। এরপর ১৬ ও ১৭ নভেম্বর আসামি বাবুল দাস এবং পবিত্র কুমার কুণ্ডু ই-মেইলে আকিজ রিসোর্স লিমিটেড কর্তৃপক্ষকে জানান যে ট্রাকচালকরা সার চুরি করে পালিয়েছে।

পুলিশের অভিযান ও অর্থ উদ্ধার:

এই ঘটনায় সন্দেহ হওয়ায় অভিযুক্তদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা একেক সময় একেক ধরনের তথ্য দিতে শুরু করেন। বিষয়টি পরবর্তীতে জেলা পুলিশ সুপারকে জানানো হয়।

এরপর ডিবির এসআই বাবলা দাস ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল মেসার্স বঙ্গ ট্রেডার্সের অফিসে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সার চুরির কথা স্বীকার করেন। পরে আসামি বাবুল দাসের অফিসের ডেস্কের ড্রয়ার থেকে নগদ ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

আকিজ রিসোর্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোর অ্যান্ড ইনভেন্টরি) ইমরুল কায়েস বাদী হয়ে এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করেছেন। সোমবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।