ধানের শীষের বিজয় নিশ্চিতে ঝিকরগাছায় যুবদলের সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বিজয় নিশ্চিতে ঝিকরগাছায় জাতীয়তাবাদী যুবদলের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সোমবার স্থানীয় কপোতাক্ষ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় চলমান পরিস্থিতির আলোকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ। বিশেষ বক্তা ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল।

এ সময় আরও বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল ও সদস্য সচিব মইনুল ইসলাম জনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল কবীর পল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেওয়া যশোর-২ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির পক্ষে যুবদলকে জীবনবাজি রেখে কাজ করতে হবে।