ধর্মতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর ধর্মতলা রেল ক্রসিং-এ ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে খুলনা থেকে ঢাকাগামী ট্রেনের নিচে চাপা পড়লে এই দুঘটনা ঘটে।

যশোর রেলওয়ে স্টেশনের মাস্টার আসাদুজ্জামান জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘নকশীকাঁথা’ এক্সপ্রেস ট্রেনটি রাত ১টা ৩৩ মিনিটে যশোর স্টেশন ত্যাগ করে। এরপর ধর্মতলা রেল ক্রসিং-এ রেললাইনের উপর অজ্ঞাত ওই ব্যক্তির ছিন্নভিন্ন মৃতদেহ দেখতে পাওয়া যায়।

স্টেশন মাস্টার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রাত ১টা ৩৫ মিনিটের দিকে “নকশীকাঁথা” ট্রেনের নিচে পড়েই তার মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত সম্পন্ন হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত নিহত ওই যুবকের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের জন্য লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।