সরকারি হয়েছে জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের স্কুল শিল্পাঞ্চল নওয়াপাড়ার জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৭ অক্টোবর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে।

বিজেএমসির নিয়ন্ত্রণাধীন যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) পরিচালিত জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮২ সালে এক একর ৭৯ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয়। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। এখানে শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। স্কুলে বর্তমানে চারজন শিক্ষক-শিক্ষিকা ও একজন কর্মচারী রয়েছেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শায়লা শারমিন জানান, স্কুলটি সরকারি হওয়ায় আমরা খুব খুশি। বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ও অবকাঠামো সমস্যা রয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা আরও বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছি। আশা করছি আগামী বছর শিক্ষার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

বিজেএমসির খুলনা আঞ্চলিক মহাব্যবস্থাপক গোলাম রব্বানী বলেন, স্কুলটি সরকারি হওয়া সরকারের একটি অবদান।