বাঘারপাড়ায় ১৭ শ ৫০জন কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় রবি মৌসুমে বোরো (উফশী) ও বোরো (হাইব্রিড) ধান ফসলের উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৭ শ ৫০জন প্রান্তিক কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন।

রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে প্রণোদনা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার ইয়ামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রনোদণার আওতায় এ বছর ১২০০ কৃষক উফসী জাতের ও ৫৫০ জন কৃষক বোরো হাইব্রিড জাতের ধানের বীজ ও রাসায়নিক সার পাবেন।