ধর্ষকের চুল কেটে পিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ১৩ বছর বয়সের নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে পিটুনি ও চুল কেটে দিয়েছেন স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও শনিবার বিকেলে জানাজানি হয়। এরই পরপরই ওই মেয়ের মা ও দুই ভাই পিতাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আটক পিতা পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর মা জানায়, তারা যশোরের চাঁচড়া বাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে ছিলেন না। এই সুযোগে পিতা মেয়েকে ধর্ষণ করেন। পরদিন শুক্রবার বিষয়টি মেয়ে তার ফুফুকে জানায়। পরে ফুফুসহ স্বজনেরা চাঁচড়া বাজার এলাকার বাসায় আসেন। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পিতা নিজেই ধর্ষণের ঘটনাটি স্বীকার করেন।

স্থানীয়রা জানান, ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে ক্ষুব্ধ লোকজন তাকে পিটুনি দিয়ে চুল কেটে নেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মেয়েটির মা ও দুই ভাই পিতাকে তাদের হাতে তুলে দেন।

এ বিষয়ে কোতয়ালি থানার ইনসপেক্টর (অপারেশনস) মমিনুল হক জানান, পিতাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী মেয়েকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।