যশোরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে

0

স্টাফ রিপোর্টার ॥ এক শ দিনের কর্মপরিকল্পলার অগ্রগতি বিষয়ে যশোরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অগ্রণী ব্যাংক পিএলসি যশোর কার্যালয়ে খুলনা সার্কেলাধীন অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, যশোর অঞ্চলের শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপদের নিয়ে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যাবস্থপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক ইখতিয়ার উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক সমর কুমার রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রোকন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা সার্কেলাধীন সকলের উদ্দেশ্য মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।