ঝিকরগাছায় তুলা কৃষক সমাবেশ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ‘এসো ভাই তুলা চাষ করি, বস্ত্র ও তৈলে স্বনির্ভর বাংলাদেশ গড়ি’- এই স্লোগানে ঝিকরগাছায় তুলা কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় রঘুনাথনগর মাঠে অনুষ্ঠিত তুলা কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

বিশেষ অতিথি ও মুখ্য সঞ্চালক ছিলেন, তুলা উন্নয়ন বোর্ড ঢাকার নির্বাহী পরিচালক রেজাউল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, তুলা উন্নয়ন বোর্ড সদরদপ্তরের উপ-পরিচালক কুতুবউদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন, আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক ড. কামরুল হাসান, যশোরের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কীট পতঙ্গ বিশেষজ্ঞ ড. তাসদিকুর রহমান সনেট, তুলাচাষি কৃষক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, বাংলাদেশ কটন জিনার অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা হৈবত জিনিং এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান মন্টুসহ ইউনিট অফিসারবৃন্দ ও তুলাচাষি কৃষকবৃন্দ।

পরে অতিথিবৃন্দ রঘুনাথনগর কলেজের পাশের তুলাক্ষেত পরিদর্শন করেন।