ঝিকরগাছায় সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ শুরু

0

তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর)॥ মৌসুমি চাষিরা ঝিকরগাছা উপজেলায় সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহ শুরু করেছেন। উপজেলার গদখালী ইউনিয়নের পাটুয়াপাড়া ও পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠ নগর গ্রামের বিস্তীর্ণ সরিষা ক্ষেতের ফুল থেকে সংগ্রহ করা হচ্ছে মধু।

মধু সংগ্রহে রানী মৌমাছিকে বাক্সবন্দী করে রাখা হয়। রানীর খোঁজে দলে দলে ছুটে আসে পুরুষ ও শ্রমিক মৌমাছি। রানী মাছির সন্তুষ্টি অর্জনে পুরুষ ও শ্রমিক মৌমাছিরা সরিষা ক্ষেতের টাটকা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে।

পেশাদার মধু সংগ্রাহক মৌয়াল সিরাজুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা। মধু সংগ্রহের বহুদিনের অভিজ্ঞ ও পারদর্শী সিরাজুল ইসলামের শ্রমিক জাহিদ হোসেন জানান, মধু সংগ্রহের কাজে মহাজন তাকে মাসে ৮ হাজার টাকা ও অপর শ্রমিক তারিকুল হাসানকে ১০ হাজার টাকা দেন।

তিনি বলেন, নীলকন্ঠনগরের মাঠে ২৭০টি বাক্স রয়েছে। প্রতিটি বাক্সে এক থেকে ২ কেজি পর্যন্ত মধু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যার বিক্রি মূল্য প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকা।