যশোরে ইনসাফ ফাউন্ডেশনের নারী বিষয়ক সচেতনতামূলক সেমিনার

0

স্টাফ রিপোর্টার ॥ কুরআন-সুন্নাহর আলোকে নারীর মর্যাদা, ন্যায্য অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে যশোরে নারী বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখার আয়োজনে শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াতের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাহমুদুল হাসান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিষয়ভিত্তিক আলোচনা করেন ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাহমীদুল মাওলা। সেমিনারে সভাপতিত্ব করেন ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি মাওলানা নাসীরুল্লাহ। স্বাগত বক্তব্য প্রদান করেন ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী।

সেমিনারে আলোচকবৃন্দ কুরআন-সুন্নাহর আলোকে নারী-পুরুষের দায়িত্ব-কর্তব্য, নারীর অধিকার, মর্যাদা এবং বর্তমান বাস্তবতায় সমাজের দায়িত্বশীলদের করণীয় বিষয়ে সারগর্ভ ও তথ্যনির্ভর আলোচনা উপস্থাপন করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, শায়খুল হাদীস মাওলানা রুহুল আমিন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।