ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত!

0
ভূমিকম্প।। প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা ও আশপাশের জেলায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য মতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

এর আগে নরসিংদীর পলাশে আজ শনিবার সকালে ৩ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হওয়া এই কম্পনকে শুরুতে সাভারের আশুলিয়ার বাইপাইলে উৎপত্তি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। পরে বিকেল চারটার দিকে সংশোধিত তথ্য জানিয়ে প্রতিষ্ঠানটি জানায়—বিশ্লেষণে সমস্যার কারণে ভুলটি হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বিশ্লেষণগত ত্রুটির কারণে প্রথমে ভুল অবস্থান চিহ্নিত হয়। তবে মাত্রা, সময়সহ বাকি সব তথ্য একই রয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩।

শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।