রান তাড়ায় দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হেডের, দুই দিনে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

0
ট্রাভিস হেড—৬৯ বলে সেঞ্চুরি, ৮৩ বলে ১২৩! রান তাড়ায় দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হেডের।। ছবি-সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ অ্যাশেজের প্রথম টেস্টে দুই দিনের মধ্যেই ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। পার্থে অনুষ্ঠিত ম্যাচে ইতিহাস গড়ে ম্যাচ সেরাদের তালিকায় জায়গা করে নিলেন ট্রাভিস হেড।

ইংল্যান্ডের ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে হেড ৮৩ বলে ১২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। মাত্র ৬৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি গড়েছেন চতুর্থ ইনিংসে রান তাড়ায় দ্রুততম টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। এ রেকর্ড ১২৩ বছর ধরে ছিল ইংল্যান্ডের গিলবার্ট জেসফের দখলে।

উসমান খাজার শারীরিক অস্বস্তির কারণে বাধ্যতামূলকভাবে ওপেন করতে নামেন হেড। শুরুর ১৪ বলে মাত্র ৩ রান নিলেও পরে ইংলিশ বোলারদের ওপর ঝড় তোলেন। ১৪ চার ও ৪ ছক্কায় সাজানো তার ইনিংসেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

এদিকে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। স্কট বোল্যান্ড নেন ৪ উইকেট এবং প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসে পান আরও ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় মাত্র ২০৪—যা হেড একাই প্রায় ছুঁয়ে ফেলেন।

অবশেষে ২৮.২ ওভারে ২ উইকেটে ২০৫ রান তুলে সহজ জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন মিচেল স্টার্ক।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ১৭২ ও ১৬৪
(অ্যাটকিনসন ৩৭, পোপ ৩৩; বোল্যান্ড ৪/৩৩, স্টার্ক ৩/৫৫)

অস্ট্রেলিয়া: ১৩২ ও ২০৫/২
(হেড ১২৩, লাবুশেন ৫১*; কার্স ২/৪৪)

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল স্টার্ক।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১–০ তে এগিয়ে।