সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

0
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে মুখোমুখি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া—হাসিমুখে সৌজন্য আলাপ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ।।  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে গুলশানের বাসা থেকে এসে হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সশস্ত্র বাহিনীর মুক্তিযুদ্ধের অবদান স্মরণ করে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বরের যৌথ অভিযান ছিল স্বাধীনতার অর্জনে মাইলফলক।

খালেদা জিয়া পৌঁছানোর পর প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েক মিনিট একান্ত আলাপ করেন। পরে মূল অনুষ্ঠানে পাশাপাশি আসনে বসে দুজনকে হাসিমুখে কথা বলতে দেখা যায়।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তাঁর সহধর্মিণী আফরোজা ইউনূসের স্বাস্থ্যের বিষয়ে জানতে চান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন।