সুপার ওভারে ‘সুপার রিপন’, ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

0
এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠেছে বাংলাদেশ ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ রাইজিং স্টারস এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ২০ ওভারের মূল ম্যাচে ভারতের সাথে শেষ মুহূর্তের টানাপোড়েনের পরই ম্যাচ টাই হয়, এরপর সুপার ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

সুপার ওভারে নায়ক ছিলেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। প্রথম দুই বলেই তিনি ভারতের দুই উইকেট তুলে নেন। এরপর ১ রানের লক্ষ্য পূরণ হয় ‘ওয়াইড’ একটি বলের মাধ্যমে, যা বাংলাদেশের জন্য আনন্দের মুহূর্ত।

মূল ম্যাচেও নাটক ছিল চোখে পড়ার মতো। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে ১৯৪ রান করে। তাড়া করতে নামা ভারত শেষ দুই ওভারে ২১ রান প্রয়োজন ছিল, হাতে ছিল ৫ উইকেট। শেষ বলেই ভারতের ব্যাটসম্যান হার্শ দুবের একটি ভুলের কারণে ম্যাচ টাই হয়। এর আগে চ্যাচ মিস ও রান আউটের নাটকীয়তায় ম্যাচ ছিল খুবই উত্তেজনাপূর্ণ।

বাংলাদেশের সংগ্রহে হাবিবুর রহমান ৬৫ রান ও এস.এম. মেহরব ৪৮* রান করেছিলেন, যারা দলকে উচ্চ স্কোরে পৌঁছাতে সাহায্য করেন। ভারতের প্রিয়াংশ আর্য (৪৪) ও বৈভব সূর্যবংশী (৩৮) ভালো ব্যাটিং করেও শেষ মুহূর্তের চাপ সামলাতে পারেননি।

আগামী রোববার ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হবে পাকিস্তান–শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দলের সাথে।

সংক্ষিপ্ত স্কোর:

  • বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (হাবিবুর ৬৫, মেহরব ৪৮*; জিশান ২৬; গুরজাপনীত ২/৩৯)

  • ভারত ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (প্রিয়াংশ ৪৪, সূর্যবংশী ৩৮, জিতেশ ৩৩; রাকিবুল ২/৩৯, আবু হায়দার ২/৪৪)

  • ফলাফল: বাংলাদেশ সুপার ওভারে জয়ী।