৫.৭ মাত্রার ভূমিকম্প: দুই শিশুসহ নিহত ৫, তিন জেলায় আহত দুই শতাধিক

0
নিহত আব্দুর রহিম ও মেহেরাব হোসেনের স্বজনদের আহাজারি। মিটফোর্ড হাসপাতালে মর্গের সামনে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ।। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ কমপক্ষে তিন জেলায় ৫ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ও রেলিং ধসে দুই শিশুসহ চারজন মারা যান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার শোকবার্তায় আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

পুরান ঢাকার কসাইটুলীতে ভবনের রেলিং ধসে রাফিউল ইসলাম, আবদুর রহিম ও তাঁর ছেলে মেহরাব হোসেন নিহত হন। রূপগঞ্জে দেয়াল চাপায় ফাতেমা নামের ১০ মাসের শিশু মারা যায়।

ঢাকা, নরসিংদী ও গাজীপুরে আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে, ভবন থেকে লাফিয়ে ও চাপাচাপিতে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, নরসিংদী জেলা হাসপাতাল ও গাজীপুরের বিভিন্ন স্থানে বহু আহতকে ভর্তি করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় অন্তত দেড় শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। এটিকে মধ্যমাত্রার ভূমিকম্প বলা হচ্ছে।
হতাহতদের পরিবারদের প্রতি গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।