যশোরে চাকরিমেলায় উপচে পড়া ভিড়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী চাকরিমেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাজির হন হাজারো চাকরিপ্রার্থী।

সকাল থেকেই হাতে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিভিন্ন এলাকা থেকে যুবরা মেলায় জড়ো হতে থাকেন। অনেকে সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেন, আর কেউ কেউ তাৎক্ষণিক চাকরির সুযোগও পান।

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও রাইটস যশোরের যৌথ উদ্যোগে, উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় ২০টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। সকাল থেকেই প্রতিটি স্টলের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।

নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য পদ, যোগ্যতা ও বেতন কাঠামোসহ প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করে। কর্মকর্তারা সারাদিন চাকরিপ্রার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার নেন। অনেক প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী সেখানেই সরাসরি নিয়োগও দেয়।

দুপুর পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠান দুইশ সিভি পেয়ে সেখান থেকেই ৫০ জনকে তাৎক্ষণিক নিয়োগ দিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার দেবাশীষ সরদার। নিয়োগের মধ্যে সেলস, সার্ভিস টেকনিশিয়ান ও ড্রাইভার পদ বেশি ছিল। নির্বাচিতদের কয়েক দিনের মধ্যেই যোগদানের নির্দেশনা দেওয়া হবে।

আয়েশা আবেদ ফাউন্ডেশনও সুইং অপারেটর, মোমবাতি অপারেটর ও হ্যান্ডস্টিচ কর্মীসহ বিভিন্ন পদে বেশ কয়েকজনকে নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্তদের অনেকে মানবপাচারের শিকার হয়ে ফিরে এসেছেন এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ‘দারিদ্র্য মানবপাচারের অন্যতম কারণ। তাই সার্ভাইভারদের টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্যেই মেলার আয়োজন।’

চাকরিপ্রার্থীদের অনেকে জানান, একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া তাদের জন্য বড় অভিজ্ঞতা।

বারান্দীপাড়া এলাকার শিক্ষার্থী তানজিনা আফরিন বলেন, ‘চাকরি হোক বা না হোক, এত প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কথা বলার অভিজ্ঞতা আমার জন্য বড় প্রাপ্তি।’

সকালে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ। উপস্থিত ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার জি এফ রব্বানী। দিনব্যাপী এ মেলায় চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সাড়া ছিল উল্লেখযোগ্য।

তাদের মতে, নিয়মিত এ ধরনের মেলা হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং মানবপাচার প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে।