যশোরে ট্রাক চাপায় শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ট্রাক চাপায় শিশু শিক্ষার্থী ইয়াসির আরাফাত শিস নিহতের ঘটনায় গত বুধবার কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই ট্রাকের চালককে আসামি করে মামলাটি করেছেন নিহতের পিতা শহরতলীর শেখহাটি দক্ষিণ পাড়ার বাসিন্দা শাহাব উদ্দীন।

মামলায় শাহাব উদ্দীন উল্লেখ করেছেন, তার দুই ছেলে ইয়াসিন আরাফাত সাদ (১০) ও ইয়াসির আরাফাত শিস (৫) গত বুধবার সকালে একটি বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিলো। সাইকেল চালাচ্ছিলো ইয়াসিন আরাফাত সাদ। সাদ বসেছিলো সাইকেলের পেছনে। সকাল সাড়ে ৭টার দিকে শেখহাটির জনৈক রিপনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট -১৬-৩৬৯৭) বাইসাইকেলে ধাক্কা দেয়। সাথে সাথে তার দুই ছেলে রাস্তার পাশে পড়ে যায়। পড়ে গিয়ে মাথায় আঘাত লেখে জখম হয় ছোট ছেলে ইয়াসির আরাফাত শিস। বড় ছেলে ইয়াসিন আরাফাত সাদ সামান্য আহত হয়।

পরে স্থানীয় লোকজন ইয়াসির আরাফাত শিসকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বাইসাইকেলে ধাক্কা দিয়ে ট্রাক ফেলে পালিয়ে যায় অজ্ঞাত চালাক। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে।

পুলিশ জানায়, তারা পলাতক ট্রাক চালককে শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।