শার্শায় কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে জখম, দোকান ভাঙ্চুর

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় এক কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় বাজারের ৮/১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে তারা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গোড়পাড়া বাজারে।

আহত ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (৫৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি গোড়পাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তবে কী কারণে এ হামলা হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারেননি।

আহত গোলাম মোস্তফার ভাইপো আবু জার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কন্দবপুর গ্রামের রফিকুল ইসলাম সুজা, তার ছেলে সুমন, ভাইপো তোতা, কন্দবপুর গ্রামের ইয়াছিন ও শাহীনসহ ১০/১২জন দুর্বৃত্ত লোহার রড, রামদা, লাঠি নিয়ে আচমকা গোড়পাড়া বাজারে হামলা করে।

এ সময় দুর্বৃত্তরা গোলাম মোস্তফাকে কুপিয়ে জখম করে। ভাঙচুর করে বাজারের ৮/১০টি ব্যবসা প্রতিষ্ঠান। তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদে বাজারের সাধারণ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।